imran kona - imran & kona lyrics
ইফতেখার আহমেদ শিপন
আমি তো হয়েছি সাড়া ভালবাসাই দিশে হারা
বুঝি না কিছু তুই ছাড়া
দিয়েসি তোকে দিল দিল দিল দিল,,,,,,,,,,,
তোকে ছাড়া বাচা মুশকিল।
আমি তো হয়েছি সাড়া ভালবাসাই দিশে হারা
বুঝি না কিছু তুই ছাড়া
দিয়েসি তোকে দিল দিল দিল দিল,,,,,,,,,,,
তোকে ছাড়া বাচা মুশকিল।
সাগরের ঢেউ এসে মিশে কিনারাই ইইই
মন তোকে ফিরে ফিরে বুকে ফেতে চাই
অওঅঅঅঅঅঅ
সাগরের ঢেউ এসে মিশে কিনারাই ইইই
মন তোকে ফিরে ফিরে বুকে ফেতে চাই
পারি না তো সামলাতে মিশে জেতে তোরি সাথে
হব আমি তোরি ঠোটের তিল
দিয়েসি তোকে দিল দিল দিল তোকে ছাড়া বাচা মুশকিল
ওওওও
দিয়েছি তোকে দিল দিল দিল তোকে ছাড়া বাচা মুশকিল।
হেইইইইই লাল্লালা হোহো হো হো
রিদয়ের চার পাসে তোরি শুধু ভিড়
খুব করে ছুয়ে ছুয়ে করে অস্তির
ওওও ইই রিদয়ের চার পাসে তোরি শুধু ভিড়
খুব করে ছুয়ে ছুয়ে করে অস্তির।
কাছে এলে তুই আমি ভেড়ে যাই পাগলামি
কবে হবে তোর আমার মিল।
ওওঅঅইই ও
দিয়েছি তোকে দিল দিল দিল তোকে ছাড়া বাচা মুশকিল।
আমি তো হয়েছি সাড়া ভালবাসাই দিশে হারা
বুঝি না কিছু তুই ছাড়া
দিয়েসি তোকে দিল দিল দিল দিল,,,,,,,,,,,
তোকে ছাড়া বাচা মুশকিল।
ইফতেখার শিপন
Random Song Lyrics :
- twilight zone - malcolm middleton lyrics
- the pattern - blade brown lyrics
- inevitable - sammy & falsetto lyrics
- ice mode - yfsn records lyrics
- 4th element - danho lyrics
- soulless - nef the pharaoh lyrics
- o holy night - gil mckinney lyrics
- no vacancy feat. flause - down4thecause lyrics
- ilula - thabsie lyrics
- fall - cory zarek lyrics