o jibon tomar sathe - imon chakraborty lyrics
Loading...
ও জীবন তোমার সাথে
কাটাবো রূপকথাতে,
ও জীবন তোমার সাথে
কাটাবো রূপকথাতে,
আজ ইচ্ছে মতো ভেসে,
এই সব পেয়েছির দেশে,
ডানা মিলবো আকাশে।
দালানে সোনারকাঠি,
এ মায়ার চড়ুইভাতি,
ধরো হাত একটু হাঁটি
ছুটির ঠিকানায়।
আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙে যায়,
পথ ঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়।
মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়,
মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়।
বরণের পেয়ালাতে চুমুক,
দেবো আজ দুজনে,
খুঁজে নেবো মগেরমুলুক,
সিলেবাসে যা নেই।
আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙ্গে যায়,
পথ ঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়।
মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়।
ও জীবন তোমার সাথে
কাটাবো রূপকথাতে,
ও জীবন তোমার সাথে
কাটাবো রূপকথাতে,
আজ ইচ্ছে মতো ভেসে,
এই সব পেয়েছির দেশে।
Random Song Lyrics :
- holy fire remix - raylynne garcia lyrics
- músicas sobre paródia musical - músicas sobre paródia musical lyrics
- eternal dream - baku arp lyrics
- ego - nyota parker lyrics
- kalih - bbydoll lyrics
- xor dərnəyi (explicit) - alekpervi lyrics
- reflect (remix) - sabali lyrics
- vase khatere man - shayan eshraghi lyrics
- a hadeda is just an ibis - dollmaker lyrics
- night crawler - fxckjamie lyrics