ektorfa - iman sen lyrics
Loading...
যাকে কোন দিনো তুমি পাবে না
তবু মন কেন মেনে মানে না
তাকে যেতে দাও, তাকে যেতে দাও।
যাকে মন থেকে চেয়েছি এতো
সে দুরে সরে গেছে যতো
তাকে বলে দাও, তাকে বলে দাও।
আমি একতরফা, একতরফা চেয়েছি
আমি একতরফা ভালবেসেছি (২)
[ সব কিছুর উর্ধ্বে স্বপ্ন
আর তারো উর্ধ্বে, তারো উর্ধ্বে তুমি ]
যাকে অনায়সে সব বলা যায়
যার কোলে মাথা রেখে মারা যায়
তাকে পাইনি, তাকে কোনদিন
যাকে মন থেকে চেয়েছি এতো
সে দুরে সরে গেছে যতো
তাকে বলে দাও, তাকে বলে দাও।
আমি একতরফা, একতরফা চেয়েছি
আমি একতরফা ভালবেসেছি (২)
Random Song Lyrics :
- gracias al destino - damián valenzuela lyrics
- new benz - nana (la) lyrics
- one day you'll get what you deserve - softheart lyrics
- tiago - escalera real #34 - escalera real & tiago pzk lyrics
- gabriella bella - lord lhus lyrics
- granted - jaden michaels lyrics
- vai ter surpresa - marcílio flávio lyrics
- star - 704raoh lyrics
- break my baby (live from þrídrangar) - kaleo lyrics
- before i wake - demrick, jarren benton lyrics