khola akash - hyder husyn lyrics
[verse: 1]
একটি খোলা আকাশ
বুক ভরা নিঃশ্বাস
ভালোবাসার শতরঙে মাখা আত্মবিশ্বাস
একটি খোলা আকাশ
বুক ভরা নিঃশ্বাস
ভালোবাসার শতরঙে মাখা আত্মবিশ্বাস
রাত্রি যেথা মাতৃক্রোড়ে
মমতায় হয় ভোর
সোনা রোদ আলিঙ্গনে
প্রসারিত বাহুডোর
[chorus]
মুক্তিযোদ্ধা, শত শ্রদ্ধা
এ কি বিস্ময় উপহার দিলে?
মুক্তিযোদ্ধা, শত শ্রদ্ধা
এ কি বিস্ময় উপহার দিলে?
একটি চাওয়া, শত পাওয়া
স্বাধীনতা নিয়ে এলে
[verse: 2]
তুমি ছিলে বলে রাখালের বাঁশিতে
আজও বেজে ওঠে সুর
তুমি ছিলে বলে একতারাতে
বাজে সুর সুমধুর
তুমি ছিলে বলে রাখালের বাঁশিতে
আজও বেজে ওঠে সুর
তুমি ছিলে বলে একতারাতে
বাজে সুর সুমধুর
তুমি ছিলে বলে ভাটিয়ালি গানে
জলেতে ওঠে ঢেউ
এত পাওয়া আসবে ভবে
ভাবতে পারিনি কেউ
[chorus]
মুক্তিযোদ্ধা, শত শ্রদ্ধা
এ কি বিস্ময় উপহার দিলে?
মুক্তিযোদ্ধা, শত শ্রদ্ধা
এ কি বিস্ময় উপহার দিলে?
একটি চাওয়া, শত পাওয়া
স্বাধীনতা নিয়ে এলে
[verse: 3]
জীবনের যত পাওয়া
সবই তোমারই রচিত কাব্য
কাঁটার আঘাত সহিয়া আনিলে
ফুল ও মালা দুর্লভ্য
জীবনের যত পাওয়া
সবই তোমারই রচিত কাব্য
কাঁটার আঘাত সহিয়া আনিলে
ফুল ও মালা দুর্লভ্য
প্রতিদান শুধু এইটুকু
কোটি মানুষের বিশ্বাস
তোমার স্বপ্ন, রচিবে কবিতা
যতদিন রবে নিঃশ্বাস
[chorus]
মুক্তিযোদ্ধা, শত শ্রদ্ধা
এ কি বিস্ময় উপহার দিলে?
মুক্তিযোদ্ধা, শত শ্রদ্ধা
এ কি বিস্ময় উপহার দিলে?
একটি চাওয়া, শত পাওয়া
স্বাধীনতা নিয়ে এলে
[verse: 4]
একটি খোলা আকাশ
বুক ভরা নিঃশ্বাস
ভালোবাসার শতরঙে মাখা আত্মবিশ্বাস
রাত্রি যেথা মাতৃক্রোড়ে
মমতায় হয় ভোর
সোনা রোদ আলিঙ্গনে
প্রসারিত বাহুডোর
[chorus]
মুক্তিযোদ্ধা, শত শ্রদ্ধা
এ কি বিস্ময় উপহার দিলে?
মুক্তিযোদ্ধা, শত শ্রদ্ধা
এ কি বিস্ময় উপহার দিলে?
একটি চাওয়া, শত পাওয়া
স্বাধীনতা নিয়ে এলে
Random Song Lyrics :
- but can they beat goku? - gameboyjones lyrics
- boys,boys,boys... - motocompo lyrics
- ночное зрение - ugly bleach lyrics
- teus olhos tempestade - bruno diegues lyrics
- hadrian - tony burton lyrics
- gr33n diamonds - blueband tre lyrics
- victory lap - imposs & shreez lyrics
- no time - xotrapp lyrics
- hold me tight (even when the sky is falling down) - young kaiju lyrics
- wavy luv - casper sun lyrics