lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

jonmo thake jibon - hyder husyn lyrics

Loading...

জন্ম থেকেই জীবন জানি
বেঁচে থাকার এক যুদ্ধ
গান-বাজনা, সুর-তাল নিয়ে
কখন কী আর ভাববো?
জন্ম থেকেই জীবন জানি
বেঁচে থাকার এক যুদ্ধ
গান-বাজনা, সুর-তাল নিয়ে
কখন কী আর ভাববো?

জীবন মানেই সংগ্রাম
তার সাথে কর্তব্য
সত্য নিয়ে পথ চলা
বিভীষিকা দূর্ভাগ্য
জীবন মানেই সংগ্রাম
তার সাথে কর্তব্য
সত্য নিয়ে পথ চলা
বিভীষিকা দূর্ভাগ্য

তবুও অটল, অবিচল
কোথা মেলে যেন শান্তি
বিবেক বলে, ভালোই আছি
দূর করে সব ক্লাস্তি
বিবেক বলে, ভালোই আছি
দূর করে সব ক্লাস্তি

মাথা গোজার ঠাঁই নেই
ভেবে ভেবে হই ক্লান্ত
মাথা গোজার ঠাঁই নেই
ভেবে ভেবে হই ক্লান্ত
কোটি টাকার হিসেব দেখে
নিজেকে করি শান্ত
হায়! কোটি টাকার হিসেব দেখে
নিজেকে করি শান্ত

জীবন হয়তো এভাবেই যাবে
জীবন হয়তো এভাবেই যাবে
যতটুকু আছে ব্যাপ্তি
লক্ষ হৃদয়ে ঠাঁই যে আমার
এইতো নিখাদ প্রাপ্তি
লক্ষ হৃদয়ে ঠাঁই যে আমার
এইতো নিখাদ প্রাপ্তি

প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে
বেড়ে চলে দুরত্ব
প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে
বেড়ে চলে দুরত্ব
সময়, সে তো থামে নাকো
এই তো পরম সত্য
হায়! সময়, সে তো থামে নাকো
এই তো পরম সত্য

দেশ ও দশের ভাবনায়
দেশ ও দশের ভাবনায়
আমি কি আর যোগ্য
নিজের ভার বয়ে নিয়ে চলা
দিনে দিনে দূর্ভেদ্য
নিজের ভার বয়ে নিয়ে চলা
দিনে দিনে দূর্ভেদ্য

জন্ম থেকেই জীবন জানি
বেঁচে থাকার এক যুদ্ধ
গান-বাজনা, সুর-তাল নিয়ে
কখন কী আর ভাববো?

জীবন মানেই সংগ্রাম
তার সাথে কর্তব্য
সত্য নিয়ে পথ চলা
বিভীষিকা দূর্ভাগ্য
জীবন মানেই সংগ্রাম
তার সাথে কর্তব্য
সত্য নিয়ে পথ চলা
বিভীষিকা দূর্ভাগ্য

তবুও অটল, অবিচল
কোথা মেলে যেন শান্তি
বিবেক বলে, ভালোই আছি
দূর করে সব ক্লাস্তি
বিবেক বলে, ভালোই আছি
দূর করে সব ক্লাস্তি

Random Song Lyrics :

Popular

Loading...