brishty - hyder husyn lyrics
[chorus]
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
[post-chorus]
সংগ্রাম, সংগ্রাম
বেঁচে থাকাই সংগ্রাম
সংগ্রাম, সংগ্রাম
জীবনের এক নাম
অভিমান, অভিমান
কার সাথে বলো অভিমান?
অভিমান, অভিমান
কার সাথে বলো অভিমান?
ভালোবাসায় চাইতে কি পারি
কারো কাছে প্রতিদান?
[chorus]
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
[verse 1]
ঝরনার সাথে কলহ বিবাদ
পাথরের ভারি মুখ
দেহের আবরু, শীতের বসন
এসবই সুখ-দুখ
ঝরনার সাথে কলহ বিবাদ
পাথরের ভারি মুখ
দেহের আবরু, শীতের বসন
এসবই সুখ-দুখ
কি বা সুখ, কি বা দুখ
কি বা তার পরিচয়
কি বা সুখ, কি বা দুখ
কি বা তার পরিচয়
হাসি-আনন্দ, দুঃখ-বেদনা
সবই যেন সংশয়
[chorus]
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
[verse 2]
চোখের সাথে ভুল বোঝাবুঝি
কপালের ভাঁজে ঘাম
হৃদয় নদী বুঝি মরুভূমি
খুঁজি মরি উদ্যান
চোখের সাথে ভুল বোঝাবুঝি
কপালের ভাঁজে ঘাম
হৃদয় নদী বুঝি মরুভূমি
খুঁজি মুরি-উদ্যান
মরুভূমি, মরুভূমি
হাহাকার এক প্রাণ
মরুভূমি, মরুভূমি
হাহাকার এক প্রাণ
ভুলে পথে হেটেই কী
আমি খুঁজি ফিরি উদ্যান?
[chorus]
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
[post-chorus]
সংগ্রাম, সংগ্রাম
বেঁচে থাকাই সংগ্রাম
সংগ্রাম, সংগ্রাম
জীবনের এক নাম
অভিমান, অভিমান
কার সাথে বলো অভিমান?
অভিমান, অভিমান
কার সাথে বলো অভিমান?
ভালোবাসায় চাইতে কি পারি
কারো কাছে প্রতিদান?
[chorus]
বৃষ্টির সাথে কথা কাটাকাটি
বাতাসের অভিমান
দু মুঠো খাবার, একটু আবাস
এরই নাম সংগ্রাম
Random Song Lyrics :
- broken in paradise - bush lyrics
- another day to stay alive - olivia ruby lyrics
- francene - zz top lyrics
- joda neida - jaa9 & onklp lyrics
- i miss - bishop nehru lyrics
- feel me right - king lyrics
- spirit - majk spirit lyrics
- boondock saints - little brother lyrics
- pendant qu'j'suis là qui t'aime - gerry boulet lyrics
- 700 ways - j.o the corrupted lyrics