tumi nai - hridoy khan lyrics
[verse 1]
আমার কে আর আছে তুমি ছাড়া?
হায়, তবু কি বোঝাতে পেরেছি তোমায়?
হায়, তুমি ছাড়া আমি ছন্নছাড়া
হায়, এলোমেলো, অগোছালো, অসহায়
[chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?
[verse 2]
সবই আছে, শুধু তুমি নাই আমারই পাশে
এই ক্ষণে মন পেতে চায় তোমায়
হায়, সবই আছে, শুধু তুমি নাই আমারই পাশে
এই ক্ষণে মন পেতে চায় তোমায়
[refren 1]
আর একটি বার ফিরে এসো না
আকুতি জানাই
তোমায় ছাড়া অর্থহীন সবই
কি করে যে বোঝাই?
[chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?
[refren 1]
কি ভুলে, ভুলে গেলে চলে
না ফেরার দেশে?
জানলে না তুমি, হায়
কি যে ব্যথা দিয়ে গেলে
ভালোবেসে
[chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?
Random Song Lyrics :
- bdk - kentheman lyrics
- ☆sky☆ - e$e (fr) lyrics
- the girl next door - papa acid lyrics
- perfect - serena lin coco lyrics
- akshar - naezy lyrics
- żar - happysad lyrics
- фото на память (photo for memory) - гелий? (geliy?) lyrics
- been like this (tribbs remix) - meghan trainor & t-pain lyrics
- everybody - gracchus lyrics
- крута | kruta - dragi ivanov lyrics