chero na - hridoy khan lyrics
Loading...
ছেড়ো না, ছেড়ো না,
বলি এ হৃদয়ে আজ এসো না,
ভুলো নাগো ভুলো না,
কি করে ভুলি সে কথা?
অভিমান করে থেকো না…
কোথায় যাবে ছেড়ে আমায়?
তোমায় ভুলা সে তো বড় দায়…
জোছনা গড়েছে সুখের বাড়ি,
থেকো না করে আড়ি,
পাবেনা কোথায় এমনও ঠিকানা-
আপন ভেবে বলি…
জোছনা গড়েছে সুখের বাড়ি,
থেকো না করে আড়ি,
পাবেনা কোথায় এমনও ঠিকানা-
আপন ভেবে বলি…
কোথায় যাবে ছেড়ে আমায়?
তোমায় ভুলা সে তো বড় দায়…
ছেড়ো না, ছেড়ো না-
বলি এ হৃদয়ে আজ এসো না,
ভুলো না গো ভুলো না-
কি করে ভুলি সে কথা?
অভিমান করে থেকো না,
কোথায় যাবে ছেড়ে আমায়?
তোমায় ভুলা সে তো বড় দায়…
(end)
Random Song Lyrics :
- smile - gene murden lyrics
- ток (tok) - noize mc lyrics
- lauvas - astro'n'out lyrics
- cold outside - gotnowings lyrics
- 10pm in lehland (feat. gucci shane) - lil kam lyrics
- pierre - yung bans lyrics
- your sufferin' heart - born ruffians lyrics
- club sensations - young buck lyrics
- brand new - yung bans lyrics
- november 19 - soulxx lyrics