ghorgari - highway lyrics
Loading...
চাঁদনী রাইতে নদীর ওপারে
আকাশ থেইকা নামলো পরী
আমার চোখে চলে ঘোরগাড়ি
আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে
দেখাও কত রঙিন ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল বানাও কত মায়ার ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই
আসার কালে ছিলাম ঘুমে
কিবা আলো আঁধার
ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল
কইরা ছবির শিকার
বুঝলাম দয়াল তোমার রীতি
ছবিরও খেলায়
বুইঝা আবার যাই হারাইয়া
রঙিন ছবির মেলায়
ঘুম ভাঙিয়া আবার ঘুমাই
দেখাযায় ছবি
নেশা কি লাগাইলা ছবিতে দয়াল
কি মায়ার ছবি
দেখাও কত রঙিন ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল বানাও কত মায়ার ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই
আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে
Random Song Lyrics :
- this is really happening - dave thomas junior lyrics
- нельзя забыть (cannot be forgotten) - vladislav simakov (feat. artemium) lyrics
- liveinpe4ce - acidgvrl lyrics
- my light is gone/when (reprise) - dana al fardan & nadim naaman lyrics
- all for nothin’ - kierra the goddess lyrics
- ella sea mi mujer - dj blass lyrics
- 狗屁青春 (gou pi qing chun) - pu shu lyrics
- imajinasi - rizki wor lyrics
- wall of water - exocrine lyrics
- promise 2 stay - audrey sherman lyrics