gram chhara oi ranga mati poth - hemanta mukherjee lyrics
Loading...
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে পায়ে পায়ে ধরে
মরি হায়! হায়! রে
ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে পায়ে পায়ে ধরে
মরি হায়! হায়! রে
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
যায় রে কোন চুলায় রে
আমার মন ভুলায় রে
ও কোন বাঁকে কি ধন দেখাবে
কোনখানে কি দায় ঠেকাবে
কোন বাঁকে কি ধন দেখাবে
কোনখানে কি দায় ঠেকাবে
কোথায় গিয়ে শেষ মেলে যে
কোথায় গিয়ে শেষ মেলে যে
ভেবেই না কুলায় রে
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
Random Song Lyrics :
- siamese centrefold - ark lyrics
- r.p.g (really, pretty good) - dr. awkward lyrics
- all my dreams - vizion lyrics
- don't step on my shoes - yung simmie lyrics
- hold y'own - derayernah lyrics
- litery - kaliber 44 lyrics
- anna mae - summer walker lyrics
- lost ones - scepaz lyrics
- feeling low - dizzle morrison lyrics
- después me iré - pablo hasél lyrics