emono dine tare bola - hemanta mukherjee lyrics
Loading...
তারে বলে দিও
সে যেন আসে না
আমার দ্বারে।
ওই গুনগুন সুরে মন হাসে না।
গা মা পা মা গা রে
সা রে মা গা রে গা
রে সা রে সা নি সা।
ওই ফুল মালা দিলে শুধু জ্বালা
ধুলায় সে যাক ঝরে যাক না।
এই ভাঙ্গা বাঁশী ভোলে যদি হাসি
ব্যথায় সে থাক ভরে থাক না।
জানি ফাগুন আমায় ভালোবাসে না।
তারে বলে দিও সে যেন আসে না (আমার দ্বারে)।
তারে বলে দিও মন কেন হাসে না।।
গা মা পা মা গা রে
সা রে মা গা রে গা
রে সা রে সা নি সা।
নেই আলো চাঁদে যেন রাত কাঁদে
এ আঁধার শেষ তবু হয়না
যায় প্রেম সরে ফাঁকি দেয় মোরে
এই ব্যথা প্রাণে সয়না
হায় স্বপ্নে আঁখি আর ভাসে না।।
Random Song Lyrics :
- distante astronomice - dragonu' aka 47 lyrics
- purity - soriano lyrics
- brkfstklb (acoustic) - eman8 lyrics
- dança dos vândalos - barrako 27 lyrics
- on the road - ggoss lyrics
- sway - thelma lyrics
- raw (snippet) - nf lyrics
- rua dos órfãos - casa de baixo lyrics
- retrospect - ars moriendi lyrics
- скажи своим предкам (tell to your parents) - deadsilence lyrics