ebar nirab kore dao hey tomar mukhar kabire - hemanta mukherjee lyrics
Loading...
এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে ।
তার হৃদয়-বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে ।।
নিশীথরাতে নিবিড় সুরে বাঁশিতে তান দাও হে পুরে,
যে তান দিয়ে অবাক্ কর গ্রহশশীরে ।।
যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে
গানের টানে মিলুক এসে তোমার চরণে ।
বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি-
একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে ।।
Random Song Lyrics :
- please come home - knight area lyrics
- exactitude and science - kiran leonard lyrics
- mrvpk6 - mrvpk6 lyrics
- one day / reckoning song (wankelmut club mix) - asaf avidan & the mojos lyrics
- engel - icy lyrics
- the climax - brody summers lyrics
- heart strings - benjamin (fi) lyrics
- alone again - yung xiety lyrics
- has been ! - september savior lyrics
- lament (electronic saviors remix) - project pitchfork lyrics