lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

monohor - hatirpool sessions lyrics

Loading...

[chorus]
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
গোধূলীর আলোর সোনালী বিচরণ
স্নিগ্ধ তনু ফিরে চায় সে সময়
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”

[verse]
বহুদূর দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়
পিছু ডেকে যায় অস্ফুট কৈশোর
মুছে যাওয়া সেইসব সন্ধ্যা শীতল
আমাদের প্রাণে ডেকে ওঠে “মনোহর”
কিছুক্ষণ মনোরম তোমারই সাথে
স্বপ্নের ভেলায় দাঁড় ফেলে আঙিনায়
[chorus]
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
গোধূলীর আলোর সোনালী বিচরণ
স্নিগ্ধ তনু ফিরে চায় সে সময়
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”

[chorus]
আমাদের প্রাণে বেজে ওঠে “মনোহর”
আমাদের গানে বেজে ওঠে “মনোহর”
আমাদের প্রাণে বেজে ওঠে “মনোহর”
আমাদের গানে বেজে ওঠে “মনোহর”

Random Song Lyrics :

Popular

Loading...