biroti - hatirpool sessions lyrics
[verse 1: rupakalpa chowdhury & choir]
তুলে অন্ধকারের গান
জোনাকিরা আনে তৃষ্ণার সন্ধান
তুলে অন্ধকারের গান
জোনাকিরা আনে তৃষ্ণার সন্ধান
হাজারো জমা চিঠির শোরগোলে
নিশ্চুপ কথারা ইতি টানে
যেন ডুবে সপ্নজলে
ক্ষতগুলো ভাসছে আমায় ঘিরে
রাতের ঘুমের মহা ঔষধ
আমার এই কষ্ট যেনো পরিচিত চাদর
[chorus: rupakalpa chowdhury & choir]
তবে আমি এই ছায়াগল্প ছেড়ে
উড়ে যেতে সূর্য পানে
নিরুদ্দেশ যদি থাকি বেশ
তাতে কী*ই বা যায়*আসে?
[post*chorus: rupakalpa chowdhury & choir]
যদি একটু সময় নেই, সময় নেই, সময় নেই
যদি একটু সময় নেই, সময় নেই, সময় নেই
যদি একটু সময় নেই, সময় নেই, সময় নেই
যদি একটু সময় নেই (সময়)
সময় নেই (সময়), সময় নেই
যদি একটু সময় নেই (সময়)
সময় নেই (সময়), সময় নেই
যদি একটু সময় নেই (সময়)
সময় নেই (সময়), সময় নেই
[instrumental break]
[guitar solo]
[verse 2:rupakalpa chowdhury & choir]
দেয়ালে আমি জানালা এঁকেছি অগনিত সকাল
পথে পথে স্বপ্ন হেঁটেছি শতক্রোশ
হিসাবের বদলে যত্ন লিখে নিও
কঠিন এই জীবনযুদ্ধে শক্তি খুঁজে নিও
হায়, পাই নি যা অতীতে, গিয়েছে যা কিছু হারিয়ে
তা খারাপ নয় যদি স্বীকার করে বাঁচি শান্তিতে
[chorus: rupakalpa chowdhury & choir]
উড়ে যেতে সূর্য পানে
নিরুদ্দেশ যদি থাকি বেশ
তাতে কী*ই বা যায়*আসে?
Random Song Lyrics :
- dirty - rony black lyrics
- stay - tūtahi lyrics
- ppl = raindrops (feat. rudy kalma) - chow mane lyrics
- among us - dark house (br) lyrics
- lil heartbreaker - lil liar lyrics
- sos - ben hohner lyrics
- ne e fer - blagica dzunzurovska lyrics
- toune en on - mes aïeux lyrics
- sypialnia - kukon lyrics
- timbalan - m1ke lori lyrics