ami doure berai - hatirpool sessions lyrics
Loading...
[chorus]
আমি দৌড়ে*দৌড়ে*দৌড়ে বেড়াই
হারিয়ে ফেলি প্রিয় মুখটাই
তুমি কেমন আছো জানতে ইচ্ছে হয়
তুমি এখনও কি সময়*অসময়
উলটে ফেলো তোমার ashtray*টাই?
[post*chorus]
তুমি আর একটা গান শোনাও না
আমার খুব বেশি নেই যে সময়
তুমি আর একটা গান শোনাও না
আমার খুব বেশি নেই যে সময়
[chorus]
আমি খুঁজে*খুঁজে*খুঁজে ফিরি
কেন মন জুড়ে এত হাহাকার
আমি কোথাও রাখিনি কোনো ঠাঁই
তাই হারিয়ে ফেলেছি জীবন
[post*chorus]
তুমি আর একটা গান শোনাও না
সেরে উঠুক মনের অসুখটাই
তুমি আর একটা গান শোনাও না
সেরে উঠুক মনের অসুখটাই
Random Song Lyrics :
- message personnel - véronique sanson lyrics
- bunkbeds - coast to coast lyrics
- garfield park - devin leslie lyrics
- #tdbtcd (calm down) - meaku lyrics
- on my face - manast ll' & blasé lyrics
- exchange - flicker lyrics
- salvation plan - hazakim lyrics
- melhor lugar - filiph neo lyrics
- christmas time (don't let the bells end) - the darkness lyrics
- when i grow up - dimitri vegas & like mike lyrics