risk - hannan & bihan lyrics
[chorus]
risk রয়া জানের উপ্রে, জানের উপ্রে
সুর দেই দেইখা গানের ভিত্রে (ah)
risk রয়া জানের উপ্রে, জানের উপ্রে
সুর দেই দেইখা গানের ভিত্রে (say what?)
risk রয়া জানের ভিত্রে, জানের ভিত্রে (yo)
সুর দেই দেইখা গানের ভিত্রে (what?)
risk রয়া জানের ভিত্রে, জানের ভিত্রে (that’s true)
সুর দেই দেইখা গানের ভিত্রে (ah)
[verse 1]
risk রয়া জানের উপ্রে
সুর দেই দেইখা গানের ভিত্রে
mile পার এক টানের ভিত্রে
কথা কই এহন গানের ভিত্রে
খোঁচায় কিয়ের কানের ভিত্রে?
কান বন তো আহে না
কানাইর কথা কানে লই
গানের কথা গায়ে না
হ রে বেডা মানুষ আমি
ঐডাই খালি দিন ঘুইরা গেসে
আমগো ওজন দেখবো কইসে
পাল্লা ছিঁড়া পইড়া গেসে
মরার পরে কইবো ব্যাক তে
“ওরা কী যে কইরা গেসে”
চালান খাইয়া ভোন্দা কাকা
এহন ট্যাকাই নাইগা cash*এ
আমগো এলাকার tag ঘুরে পুরা দেশ জুইড়া
বিশ্বাস হয় না, দেখ গা নিজ চোক্ষে যাইয়া দেশ ঘুইরা
sound আহে সবকিছু যেমনে লয়া ভাইঙ্গা*চুইড়া
কারণ দেহায় ভান কইরা, দিসি ওইডি ban কইরা
ছাড়ে নাই তর পাপেরা যতই আহুক বাপেরা
আমরা করি bangla rap তগো লেইগা opera
gate*এ খাঁড়া ক কেডা? সাহস থাকলে ল প্যারা
আমগো পিসে মাইয়া না ঘুরে হুদ্দা cop*এরা (ah)
[chorus]
risk রয়া জানের উপ্রে, জানের উপ্রে (ah)
সুর দেই দেইখা গানের ভিত্রে (ah)
risk রয়া জানের উপ্রে, জানের উপ্রে
সুর দেই দেইখা গানের ভিত্রে (ah)
risk রয়া জানের ভিত্রে, জানের ভিত্রে (yeah)
সুর দেই দেইখা গানের ভিত্রে (ah)
risk রয়া জানের ভিত্রে, জানের ভিত্রে (yeah)
সুর দেই দেইখা গানের ভিত্রে (ah)
[verse 2]
style যে মারোস কর দে, নান্নত নাকে খড় দে
তুফান আইবো bar*এর লগে ঢুকগা সোজা গর্তে
হিগুম আমি তর তে, তর জিনিস ওর ক্যা?
আপন আজকা পর ক্যা? time লস বেডা তর কে?
পইড়া থাকতে চ্যাডের বাল ধরতে গেলেই সরকারি
শখ কইরা চোর পালি, কাম উডায়া দৌড় খালি
মামলা খাবি, ধর খালি, দাবা খেলার চাল চালি
কারো কি ভাই ধার ধারি? মাডি দেইখা গাড়তারি
রোগী এহনো ঝাড়তারি আগে করতাম ডাক্তারি
আংগো লগে পায়তারি, জান দেখবা যায় খালি
ভালো সবাই চায় খালি, পায়া হেশে দেয় গালি
বউয়ের লগে চাইর হালি, সবাই দেহি নেয় খালি
twist আনি গানে যেমনে কোবায় কাকা twista
মুইত্তা আগে না খিদার ডরে এত এডি কুইষটা
on কইরা দে switch টা, লাশের সংখ্যা ২৩ টা
1421, নারায়ণগঞ্জ আর পুরা বাংলাদেশটা (ah)
[chorus]
risk রয়া জানের উপ্রে, জানের উপ্রে (ah)
সুর দেই দেইখা গানের ভিত্রে (ah, that’s true)
risk রয়া জানের উপ্রে, জানের উপ্রে (yeah)
সুর দেই দেইখা গানের ভিত্রে (ah)
risk রয়া জানের ভিত্রে, জানের ভিত্রে (yo)
সুর দেই দেইখা গানের ভিত্রে (what?)
risk রয়া জানের ভিত্রে, জানের ভিত্রে (yeah)
সুর দেই দেইখা গানের ভিত্রে (ah)
Random Song Lyrics :
- oxygen - lmnz lyrics
- dealers - alemán lyrics
- vem! - césar mocarzel lyrics
- equanimity - 6th$ithlord lyrics
- minha menina - vitor fernandes lyrics
- salle du temps 2 - jour 2 - sans dessus dessous - #sdt2 - kaizen le khan lyrics
- anarchy - egg (mylifeisayolk) lyrics
- i won't quit/i'ma shine - thomas the third lyrics
- jiwa malaysia - sophia shaan lyrics
- devil n me - taylor hollingsworth lyrics