
tumi ki amay khojo? - hakka lyrics
Loading...
[verse 1]
তুমি কি আমায় খুঁজো?
খোঁজার মতন
তুমি কি আমায় বোঝো?
বোঝার মতন
তুমি কি আমায় চাওনা?
আমি তোমারই হবো
তুমি কি বলো চাওনা?
এ গান শোনাবো
[chorus]
তুমি কি আমায় ভালোবাসো
আমার মতন?
তুমি কি আমায় ভালোবাসো না
তোমার মতন?
[verse 2]
তুমি কি বলো আসবে?
যদি দু’হাত বাড়াই
তুমি কি বলো খুঁজবে?
যদি হঠাৎ হারাই
তুমি কি আমার মনে
বলো একাই থাকো?
তুমি কি আমার মনের বারান্দার
দরজা বন্ধ রাখো?
তোমার আমার প্রেম রটিয়ে যাবে
ওই মেঘের দেশে
তুমি আসবে বলে
আজ ফোটেনি তো ফুল
পাতা ঝরেনি, আসবে তো?
[chorus]
তুমি কি আমায় ভালোবাসো
আমারই মতন?
মমম…
তুমি কি আমায় ভালোবাসো না
তোমার মতন?
Random Song Lyrics :
- niña - gene kelly lyrics
- slippin away - frvr&alwys lyrics
- small life - lyrical kas lyrics
- les brigands - marieme ndiaye lyrics
- autumn park - yumi matsutoya lyrics
- игра в жизнь(jinsei game[rus]) - harmony team lyrics
- i want you to feel pain - k5an lyrics
- little bit (bootleg remix) - autoerotique lyrics
- fights that feel like art - s0cliché lyrics
- these things matter! - deko lyrics