obujhpona - habib wahid lyrics
Loading...
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।
মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
এ মন বোঝেনা কি করি ।
আমার এ অবুঝপনা দেখে,
তুমি কি যাবে মেঘে ঢেকে,
নাকি তুমিও এমনি?
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।
তোমারই সুরভী
ছড়ালো যে বাতাসে ।
দুজনে দুটি পথ
মিলে মিশে দুরে ভাসে ।
এভাবেই যদি যায় কেটে
যাক রাত্রি দিন ।
যেখানেই তুমি যাও
পৃথিবী হয় রঙিন ।
ও ভেজা কোন জোছনায়,
ভালোবাসা বিঁধে যায় ভাবনায় ।
মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
এ মন বোঝেনা কি করি ।
আমার এ অবুঝপনা দেখে,
তুমি কি যাবে মেঘে ঢেকে,
নাকি তুমিও এমনি ।
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।
Random Song Lyrics :
- mellow akira - lick-g lyrics
- conte medieval - ebri knight lyrics
- alternative knee strikes - the underground crowns lyrics
- laranja - lumaréu lyrics
- non faccio il vip - jesto lyrics
- los tengo todos - extremoduro lyrics
- city wxes - yxng kamikaze lyrics
- loaded lux vs hollow da don - udubb network lyrics
- world premiere - elite lyrics
- à procura da batida perfeita - marcelo d2 lyrics