ei bangla ei manush - habib wahid lyrics
আমার শস্য শ্যামল দেশ,
আর খেটে খাওয়া মানুষ ।
আমার শস্য শ্যামল দেশ,
আর খেটে খাওয়া মানুষ
বুক পাঁজরে সাহস,
দিক বিজয়ী ফানুশ ।
হোঁচট খেয়েও পথ হাটতে ঠিকই জানি,
কান্না থুয়ে হাসি নিয়ে অন্তরে নামি ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
তুফান ঠেকাই, ঝর থামাই,
কাধে কাধ রেখে ।
মিলে মিশে স্বপ্ন বুনি
আধার কালো ঢেকে ।
তুফান ঠেকাই, ঝর থামাই,
কাধে কাধ রেখে ।
মিলে মিশে স্বপ্ন বুনি
আধার কালো ঢেকে ।
এই বাঙালি, জানে যাদু
হার না মানা মন্ত্র ।
আলোর ভোরে উজাড় করা
শক্তিতে আমন্ত্রন ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
Random Song Lyrics :
- evil - popcaan lyrics
- el mundo puede esperar (r de reyna, d para drama) - tolidos lyrics
- bright shadows - tokimonsta lyrics
- more emotion - aisel lyrics
- bintang kehidupan - happy asmara lyrics
- with me - mitsu-o! lyrics
- su veneno - romeo santos lyrics
- hear me - tedeschi trucks band lyrics
- love hangover - aaron doh lyrics
- les croquants - le forestier maxime lyrics