alingone - habib wahid lyrics
নীল জোছনায় যাই মিশে যাই,
তোমার কপাল ছোঁবো বলে ।
দখিন হাওয়ায় যাই ভেসে যাই,
তোমার চুলে উড়বো বলে ।
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে ।
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আঁচলে ।
যখন ঢেকে যায় আকাশের নীল,
সন্ধ্যাতারা হয়ে দিই দেখা ।
তোমায় ঘিরে আমার স্বপ্ন-মিছিল,
কি করে ভাবো তুমি একা?!
যে চোখে আমায় তুমি, করেছো পাগল
প্রেম মেখে যাই তার কাজলে ।
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে ।
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আঁচলে ।
ঘোর লাগা কোনো এক প্রহরে
মনে গেঁথে গেছে তোমার মায়া ।
খরতাপে পোড়া এ শহরে
পাশে আছি হয়ে শীতল ছায়া ।
হাসিতে জ্বেলেছো বুকে
প্রেমেরই অনল ।
পুড়ে যাই সুখের সেই অনলে ।
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে ।
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আঁচলে ।
Random Song Lyrics :
- marx - jules bennett lyrics
- hatsaraf | هاتصرف - abbasquiat lyrics
- walking dead season finale (is jimmy v in for it?????) - yang metal lyrics
- ep. xii-flow lulu - a quarta era lyrics
- sleepwalking (piano version) - lissie lyrics
- hors-jeu - pause flow lyrics
- mabul - מבול - rona keinan - רונה קינן lyrics
- el goz2 - الجزء الثاني - marwan moussa lyrics
- creep on ya - filthy gears lyrics
- narhulk 2 - tio skill g & nuno hunter lyrics