desh shongskar (দেশ সংস্কার) - gold cube lyrics
[intro: sheikh mujibur rahman]
যাও ভিক্ষা করে আনি
তাও আমার চাটার গোষ্ঠী চেটে খেয়ে ফালায় দেয়
আমার গরিবরা পায় না
এত চোরের চোর
চোর কোত্থেকে যে পয়দা হইছে আমি জানি না
পাকিস্তানিরা সব নিয়ে গেছে
কিন্তু এই চোর টুকু থুয়ে গেছে আমাদের কাছে
এই চোর নিয়ে গেল আমি বাঁচতাম
[verse 1: gold cube]
এমন এক কাল থেকে ভুল শিখাইলো
উদ্যোক্তা প্রশ্ন বেইচা লাখে কামাইলো
আবেদ আলি driver, হাতে বানায় bcs cadre
দেশে ঘরে ঘরে বিপ্লব আনাইলো
এই দেশের প্রধান শিল্প চুরি
প্রধান শিক্ষা রাজনীতি
প্রধান ব্যবসা ধর্ম আর খুনি
যে রাজা প্রজার খবর লয় না ঐ রাজা কার?
ওয়ই আসল রাজাকার, তুমি আমি*প্রজা যার
প্রজা তান্ত্রিক ওঝা ঠাকুর ভন্ড মাশায়েখ পীর
মাটির মানুষ মাটি খায় যার দেয়ালে ঠেকে পিঠ
মাথা পিছু ৩ লাখ ঋন
দিন*রাত কী? খালি পেটে কাটে কত রাত্রি
[chorus: scary crow]
আমাদের এই স্লোগান পারবে না তুমি থামাতে
লাশের পাহাড়ে লুকিয়ে কতদিন আর বাঁচবে?
[verse 2: gold cube]
আন্দোলন ৪৭, ৫২,২৪
আনে বিপ্লব প্রতিবার,বিদ্রোহি প্রতিবাদ
আন্দোলন এমন না যে চাইতাসে কর্মসংস্থান
মাসিক ছাত্র ভাতা, মান সম্মান
ওরা কইসে “রাষ্ট ভাষা বাংলা চাই
পূর্ব*পশ্চিম ভাগ চাই
নিরাপদ সড়ক চাই
কোটার সংস্কার চাই”
ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি
তাইলে আজকে রাষ্ট্র ভাষা উর্দু থাকতো
উর্দু থাকতো বুলি
দেশে স্বৈরাচার রাজ করে
চোর রাজ ভোগ করে করে
গুলি খায়া পাখির চেয়ে ছাত্র বেশি মরে
পরিশ্রমের আর যোগ্যতার মানে বুঝবো কেমনে
ওয়তো নিজেই টিকা আসে নিজের বাপের নামের উপরে
border*এ প্রতিবেশীর গুলিতে মরে গ্রামবাসী
মনে হয় ঘর আমার কিন্তু ঘরের মালিক প্রতিবেশী
মরনের ডর দেহাইবি তোরা?
আবু সাইদের মত বুক পাইতা কমু
“গুলি কর খানকির পোলা”
[bridge: gold cube]
এই বাংলাদেশ আমার
আসামও আমার
পশ্চিমবঙ্গ আমার
ত্রিপুরাও আমার
এই ছাত্র সমাজ আমার
এই স্বাধীনতা আমার
এই দেশের মাটি আমার
দেশের মানুষ সব আমার
উপজাতি আমার
চাকমারা আমার
বার্মারা আমার
মারমারা আমার
আজব এক গল্প,কল্পনা চাকমার
শহিদ আবরার ফাহাদ
এস কে সিনহার
সাগর রুমির
[chorus: scary crow]
আমাদের এই স্লোগান পারবে না তুমি থামাতে
লাশের পাহাড়ে লুকিয়ে কতদিন আর বাঁচবে?
Random Song Lyrics :
- let's go - zuka (주카) (kor) lyrics
- special - eric bellinger & konshens lyrics
- yalnız - vinion lyrics
- свежесть (freshness) - культура (cultyre) lyrics
- through - march division lyrics
- toxico - marttein lyrics
- that’s life - declan mckenna lyrics
- hi, immrlaylow - terry presume lyrics
- biohacker - third realm lyrics
- saint-p (сэинт-п) - reych1 lyrics