tor jonno ami bonno - fuad lyrics
তোর জন্য আমি বন্য
মাতাল অনুভব জুড়ে সব শূন্য শুধু বন্য
তুই নিখোঁজ অচিন পুরে
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত
পাবি না কেউ স্বর্গ মর্ত্যে
দেখেছি যা দেখার ছিলো এই মনের আয়নায়
অবিরত আনাগোনা বৃথা সে কি হায়
আমি ভেবে ভেবে মরি তোর মনে আছে কি
দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত
পাবি না কেউ স্বর্গ মর্ত্যে
ডুবে থাকিস বৃথা যত ঐ নষ্ট ভাবনায়
সিক্ত পণ্যে স্বপ্ন দেখা ব্যর্থ জীবনটায়
আমি পালটে দিতে পারি তোর চোখের ঐ রঙ
নরম রোদে ভালোবাসা পবিত্র ভীষণ
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত
পাবি না কেউ স্বর্গ মর্ত্যে
Random Song Lyrics :
- selfish - stephanie quayle lyrics
- how deep is your love - michael reddington feat. the echoes lyrics
- boeing - a(z)iza lyrics
- up! - davey asaph feat. annelie lyrics
- sor bana sor - gripin lyrics
- march - brockhampton lyrics
- bateu saudade - júlia tavares lyrics
- fall in love - 유성은 lyrics
- hyperspace - tales of gaia lyrics
- this land is your land - sam hunt lyrics