jibon gelo - fuad feat. upol lyrics
Loading...
ফুয়াদ featuring উপল – জীবন গেলো
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই?
আশায় আশায় দিন গৈনাছি
বন্ধু তুমি কই????
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই???
আষাড় মাস-এ আমার চোঁখে জমেছিল মেঘ
আঁধার কালো আকাশ টাও ভিজেছে অনেক
জল শুকিয়ে মনের নদী মরুভূমি সই
ভালবাসার মুল্য কত আগে বুঝিনাই
অমুল্য সে মানিক রতন কোত্থায় খুঁজে পাই?
ধুম তানা না না
মন পুড়িয়ে গেলো পাখি গহীন বনে কই??
Random Song Lyrics :
- wake of vultures! - not koi lyrics
- run - 2wei lyrics
- 最後の巨人 (saigo no kyojin) - linked horizon lyrics
- impatience - mignon lyrics
- alien / bb simons - haranczykov lyrics
- zombieland - slimesito lyrics
- idc - zpluto lyrics
- quero você - ghxsterrr lyrics
- wanted man - purson lyrics
- hidden inventory (gojo diss) - pe$o pete lyrics