shukno patar - fuad feat. mila lyrics
এলো চুলে আমি আলতো পায়ে হাটি যখন
গহীন বনে মোর প্রজাপতিদের রকম
মাতাল বাতাস আমার গানে গানে দেয় ইশারা
দুষ্ট চাতক খেয়া ঘরের স্পর্শে নরম
ছায়াঘেরা অনন্যতা, চির হরি চোখে বিহ্বলতা
ভালবাসা বহিনতা মায়া নিবুবনে প্রেম-বার্তা
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
ও ও ও ওও
বিভোর সুখে প্রকৃতির রূপ অপলক সব চেয়ে রয়
সন্ধের মৃদু ছন্দে আমার হৃদয়
শিশিরের ক্ষীন শব্দ ফেলে অবলা যত বিষাদময়
অমৃত সুধা হবে পেয়ালায়
বিভোর সুখে প্রকৃতির রূপ অপলক সব চেয়ে রয়
সন্ধের মৃদু ছন্দে আমার হৃদয়
শিশিরের ক্ষীন শব্দ ফেলে অবলা যত বিষাদময়
অমৃত সুধা হবে পেয়ালায়
ছায়াঘেরা অনন্যতা, চির হরি চোখে বিহ্বলতা
ভালবাসা বহিনতা মায়া নিবুবনে প্রেম-বার্তা
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
ও ও ওওও ওও ও
এলো চুলে আমি আলতো পায়ে হাটি যখন
গহীন বনে মোর প্রজাপতিদের রকম
মাতাল বাতাস আমার গানে গানে দেয় ইশারা
দুষ্ট চাতক খেয়া ঘরের স্পর্শে নরম
ছায়াঘেরা অনন্যতা, চির হরি চোখে বিহ্বলতা
ভালবাসা বহিনতা মায়া নিবুবনে প্রেম-বার্তা
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
ওও ওও ও ওওও
Random Song Lyrics :
- boogie woogie country girl - bob dylan lyrics
- supreme on my shirt - yung ss lyrics
- fantasy - coney hatch lyrics
- nineties children - mister loveless lyrics
- alabaster bodyworlds - born gold lyrics
- whole life - kiara simone lyrics
- crash out - omb peezy & sherwood marty lyrics
- karma #exclusive - harlem spartans lyrics
- la revolución está en ti (bonus track) - sfdk lyrics
- revolutionary muzik - cris the prophet lyrics