shudhu tomake - franklin lyrics
Loading...
শুধু তোমাকে
সময় কেটেছে
তোমারি পথ চেয়ে
তুমি কেন বুঝনি
কি বলতে চাই ইশারাতে
মনের কথা বলতে পারিনি
চেয়ে ও কতবার
গোপনে রেখেছি
এই স্বপ্নটি আমার
তুমি আমার আলো
নিভিয়ে দাও অন্ধকার
আমি শুধু তোমাকে চাই
আজও খুঁজে বেড়াই
তুমি আমার আলো
নিভিয়ে দাও অন্ধকার
আমি শুধু তোমাকেই চাই
কেন বলতে পারিনা
মেঘে ঢাকা দিন গুলোর
বৃষ্টির হাসি
কেন শেই বাতাসের
মাঝে তোমায় খুঁজি
মনের মাঝে গেঁথে রেখেছি
তোমায় আমি
শুধু এক ইশারার
আশায় রয়েছি
কেন আজও এই মন ছুটে
তোমার ছায়ার পিছে
আমি খুজে ফিরে ফিরে
চেয়ে রই তোমার পথে
জেগে রই তোমার নিশি
কোন আপন মন জুরে
আমার সেই হাসি
তোমার কথা ভেবে
তুমি আমার আলো
নিভিয়ে দাও অন্ধকার
আমি শুধু তোমাকেই চাই
কেন বলতে পারিনা ||
Random Song Lyrics :
- walking down the road - stella jang (스텔라장) lyrics
- over and over - kidz bop kids lyrics
- always - rüfüs du sol lyrics
- la vida loca - the kagas lyrics
- naraka - tom morello lyrics
- easy - nami lyrics
- the devil in disguise - charlotte matthews lyrics
- underwater (edit) - anja schneider lyrics
- leb wohl - sebastian fitzek & joris lyrics
- in your hands - antoine bradford lyrics