ami jege thaki - franklin (bd) lyrics
Loading...
ভোর হলো কখন
শুনছি আমি পাখির ডাক
দেখছি আমি
সূর্যাস্তটা
সেই তোমার
দু চোখের আঙিনায়
দুঃসহ আমি
জেগে এই রাত্রি
কতো আধার কতো
স্বপ্ন ঘিরে
ভেসে উঠে তোমার ওই
দুই চোখে
আমাকে আজও বসে
শুনিয়ো তোমার ওই কাহিনী
চাঁদের আলো
জনাক রাতে হাতে হাত রেখে
আমি জেগে থাকি
আনমনে
খুজি আজ বৃষ্টির রাতে
তোমার ওই সুর কণ্ঠ কানে
বেজে উঠে
মেঘের ভেলায়
সেই তারার আকাশে
ছায়া হয়ে
থাকবো আমি তোমার পাশে
রাতের আধার কেটে
সকাল হয়ে
তবু ডুবে তোমার ওই
দুই চোখের মাঝে
আমাকে আজও বসে
শুনিয়ো তোমার ওই কাহিনী
চাঁদের আলো
জনাক রাতে হাতে হাত রেখে
আমি জেগে থাকি
Random Song Lyrics :
- affaires - ashe 22 lyrics
- abuso - kaotiko lyrics
- key to the highway - jazz gillum lyrics
- dai, sali su - patty pravo lyrics
- the loch ness monster - matilda mann lyrics
- bread - charlie j lyrics
- rockin' with nona - new riders of the purple sage lyrics
- good news, bad news - joe diffie lyrics
- flor do cerrado - gal costa lyrics
- van ver - sevn alias lyrics