
maa (মা) - fossils lyrics
Loading...
তুমি তোমারি ধরারই মাঝে
মোরে পাঠালে আপন কাজে
ও তুমি তোমারি ধরারই মাঝে
মোরে পাঠালে আপন কাজে
আমি খেলা করি পথে ফিরি পথ হতে
আঁধারও জীবনও সাঁঝে
আমি দাঁড়ায়ে ছিলাম তাই
ভীত, নীরব অপরাধী সম
সুধালে জবাব নাই (x2)
মা তোর স্নেহের শাসনে
ক্ষমার আদরে
মা তোর স্নেহের শাসনে
ক্ষমার আদরে
হৃদয় গিয়েছে গলে
ও মা এই যে নিয়েছো কোলে
ও মা এই যে নিয়েছো কোলে
ও মা এই যে নিয়েছো..
আগে খুব করে মোরে মেরে ধরে
আগে খুব করে মোরে মেরে ধরে
শেষে আয় যাদু বাছা বলে..
ও মা এই যে নিয়েছ কোলে..
Random Song Lyrics :
- benzini solduran rhyme - barış baran lyrics
- empire - emmeline lyrics
- piano bars - sho baraka lyrics
- yalan dünya - emrah karakuyu lyrics
- intro - marcos the mrkrazy lyrics
- she don't wanna be - carter winter lyrics
- 돼지 저금통 (piggy bank) [remix] - day day lyrics
- mfiltré (machi men hadouk) - l'morphine lyrics
- volúpia da culpa - menestrel lyrics
- papel mina - juancho marqués lyrics