khnoro aamar fossil - fossils lyrics
ভেসে যাচ্ছি এবং
ভিজে যাচ্ছি আবার
এক অপূর্ব অসম্ভবে
শোনো তুমি কি আমার হবে
বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে
আজও তুমি কি আমার
তীরে এসো সাহসিনী
অথবা ডুবে যাও
এই আবেগের মহোৎসবে
শোনো তুমি কি আমার হবে
বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে
আজও তুমি কি আমার
তীরে এসো সাহসিনী
অথবা ডুবে যাও
এই আবেগের মহোৎসবে
শোনো তুমি কি আমার হবে
বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে
আজও তুমি কি আমার
মাঝে মাঝে দেখি তোকে
অতীতে ফিরি পলকে
আর নতুন কোনো স্তবকে
বন্দি হয় সে অনুভব
অন্ধ হয়ে যেতাম যদি
কল্পনার নিজস্ব নদী
অন্ধকার সমুদ্রে মিশে
জানাতো ফেরাটা অসম্ভব
খোঁড়ো আমার ফসিল
অনুভূতির মিছিল
প্রতিক্রিয়াশীল কোনও বিপ্লবে
শোনো তুমি কি আমার হবে
বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে
আজও তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে
বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে
তুমি কি আমার
যদি এ হৃদয় ছুঁতে, সান্নিধ্যের বিদ্যুতে
একবার যদি হতে, বাঁচার শেষ সম্ভাবনা
হাতছানি দিচ্ছে যে, অপমৃত্যুর ইচ্ছে যে
তোর নিষ্ঠুর দৃষ্টিতে, কখনও কি আশ্বাস পাব না?
তুই শেষ স্পন্দন আমার, মৃত্যুর শমন আমার
মৃত্যুর কারণ আমার, রহস্যের সমাধান
ক্ষতবিক্ষত শিরাতে, তুই অন্তঃপীড়াতে,
প্রেমে আর প্রত্যাখানে
আজও তোর অনুসন্ধান
Random Song Lyrics :
- only posers die - nerve agent lyrics
- us mano e as mina - xis lyrics
- sole blu - pauz lyrics
- woop woop - dj quick lyrics
- feeling free - oscar martinez lyrics
- incolor, inodora, e insípida - vitu mc lyrics
- vernal equinox - mind over four lyrics
- paralyzed - ghostfeeder lyrics
- me, you & her - eric bellinger lyrics
- diced pineapples freestyle - rich homie jalen lyrics