hansnuhana - fossils lyrics
ও মৌ তুমি জানো না যে মাঝরাতে
একঘেয়ে এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে…
জানি না কার কী যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে
আর ভুলে যাই পস্তাতে…
জীবন চলছে না আর সোজাপথে
দ্যাখো আজও হাসি কোনওমতে
বেঁচে গেছি বলি হ’তে হ’তে…
হয়তো মরে গেলে হ’ত বেশি ভাল
কেন এত সুখ ফেলে গেলো
জীবনের সেরা স্মৃতিগুলো?
স্মৃতি এসে রোজ দরজাতে
কড়া নাড়ে, আর হাত পাতে
আর ভেঙে পড়ে কান্নাতে…
উৎপাতে হয়ে দিশেহারা
তার ভয়ে হই ঘরছাড়া
দিই পলায়নে আশকারা, আমায়…
এই প্রাণ এইভাবে পলাতক হ’ল
তবু যাবে কাঁহাতক বলো?
শেষ হয়ে গেলো petrol-ও…
থামি সুনশান ফাঁকা byp-ss-এ
আর হৃদয়ের circus-এ
স্মৃতি দেয় দুয়ো আর হাসে…
বলো ঘৃণা করবে কি প্রিয়তমা
যদি চেয়ে নিতে বলি ক্ষমা
বলি show cause-টা দিতে জমা?
এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না
(আরে!!) ফুটেছে হাসনুহানা…
তাকাও…
জীবন চলছে না আর সোজাপথে,
দ্যাখো আজও হাসি কোনওমতে,
বেঁচে গেছি বলি হ’তে হ’তে…
হয়তো মরে গেলে হ’ত বেশি ভাল,
কেন এত সুখ ফেলে গেলো?
জীবনের সেরা স্মৃতিগুলো…
এই প্রাণ এইভাবে পলাতক হ’ল
তবু যাবে কাঁহাতক বলো?
শেষ হয়ে গেলো petrol-ও…
থামি সুনশান ফাঁকা byp-ss-এ
আর হৃদয়ের circus-এ
স্মৃতি দেয় দুয়ো আর হাসে…
Random Song Lyrics :
- one first kiss - kisnue lyrics
- abu dhabi grand prix - the final countdown - sim dane lyrics
- parle de moi - ucyll & ryo lyrics
- dimana ada aku di situ ada kamu - anggun pramudita lyrics
- ciel - ucyll & ryo lyrics
- hit it raw - crack moses lyrics
- nawa o - lexiz imagination lyrics
- lucky strikes out - upset lyrics
- serrotão pegador - forró perfeito lyrics
- ip - itraffic lyrics