
aaro ekbar - fossils lyrics
এতটা পথ পেরিয়ে
এসেছি তবু দু’জনে
যেন হয়ে গেছি, আরও… অচেনা
এতটা পথ পেরিয়ে
এসেছি তবু দু’জনে
যেন হয়ে গেছি, আরও অচেনা
স্বপ্নেরা তবু খুঁজে যায়
জীবনের শেষ সীমানায়
আছে কি রাখা বাঁচার, ঠিকানা
আরও একবার চল ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কি হবে না ভেবে?
আরও একবার হাতটা ছুঁয়ে দেখ
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি
নিজেকে, নিজেকে
আরও একবার রাজি আমি
আমি রাজি ঝুঁকি নিতে
তর চোখে উঁকি দিতে
সম্মোহনের আমন্ত্রণে
আরও একবার রাজি আমি
আমি রাজি ঝুঁকি নিতে
তর চোখে উঁকি দিতে
সম্মোহনের আমন্ত্রণে
বেশি কথা থাক বোলোনা
ঠেকে শেখা গেছে ছলনা
পরিবর্তন এলনা তবু মনে
স্বপ্নেরা তবু খুঁজে যায়
জীবনের শেষ সীমানায়
আছে কি রাখা বাঁচার, ঠিকানা
আরও একবার চল ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কি হবে না ভেবে?
আরও একবার হাতটা ছুঁয়ে দেখ
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি
নিজেকে, নিজেকে
(humming)
আরও একবার চল ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কি হবে না ভেবে?
আরও একবার হাতটা ছুঁয়ে দেখ
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি
নিজেকে, নিজেকে
Random Song Lyrics :
- cherry! - adam saved the world lyrics
- станция 202 (station 202) - cxlklm lyrics
- тощая) - badhabits(o'vierra) & januarj lyrics
- io che amo solo te (live @ blue note) - ornella vanoni lyrics
- a liberdade está - pregador jordan & os anjos lyrics
- 210 speedstar - psychi lyrics
- talk a lot - 8percent lyrics
- инь и янь (yin & yang) - des1re & gothicadeath lyrics
- beeindruck sie mit mir - waving the guns lyrics
- upon this shallow blood - nehemiah lyrics