aaro ekbar - fossils lyrics
এতটা পথ পেরিয়ে
এসেছি তবু দু’জনে
যেন হয়ে গেছি, আরও… অচেনা
এতটা পথ পেরিয়ে
এসেছি তবু দু’জনে
যেন হয়ে গেছি, আরও অচেনা
স্বপ্নেরা তবু খুঁজে যায়
জীবনের শেষ সীমানায়
আছে কি রাখা বাঁচার, ঠিকানা
আরও একবার চল ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কি হবে না ভেবে?
আরও একবার হাতটা ছুঁয়ে দেখ
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি
নিজেকে, নিজেকে
আরও একবার রাজি আমি
আমি রাজি ঝুঁকি নিতে
তর চোখে উঁকি দিতে
সম্মোহনের আমন্ত্রণে
আরও একবার রাজি আমি
আমি রাজি ঝুঁকি নিতে
তর চোখে উঁকি দিতে
সম্মোহনের আমন্ত্রণে
বেশি কথা থাক বোলোনা
ঠেকে শেখা গেছে ছলনা
পরিবর্তন এলনা তবু মনে
স্বপ্নেরা তবু খুঁজে যায়
জীবনের শেষ সীমানায়
আছে কি রাখা বাঁচার, ঠিকানা
আরও একবার চল ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কি হবে না ভেবে?
আরও একবার হাতটা ছুঁয়ে দেখ
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি
নিজেকে, নিজেকে
(humming)
আরও একবার চল ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কি হবে না ভেবে?
আরও একবার হাতটা ছুঁয়ে দেখ
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি
নিজেকে, নিজেকে
Random Song Lyrics :
- rain - immanu el lyrics
- my homies still (remix) - lil wayne lyrics
- velour 80 grit - sonic sum lyrics
- i got hoe$ - ahzzy lyrics
- the realest freestyle - bigbeez lyrics
- come and get it (raider anthem) - ice cube lyrics
- nasty girls - holychild lyrics
- public grope (its so squishy) - busdriver lyrics
- bitches ain't shit - dj paul lyrics
- red light green light - g-unit lyrics