nithua pathare- version 1 - fazlur rahman babu lyrics
Loading...
নিথুয়া পাথারে
নেমেছি বন্ধু রে
ধর বন্ধু আমার কেহ নাই।
নিথুয়া পাথারে
নেমেছি বন্ধু রে
ধর বন্ধু আমার কেহ নাই।
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই।
চিকনও ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ।
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ।
না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ।
অল্প বয়সে পিরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ।
অল্প বয়সে পিরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ।
প্রেমেরও মুরালি
বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর।
প্রেমেরও মুরালি
বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর।
না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর।
নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে
ধর বন্ধু আমার কেহ নাই।
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই।
Random Song Lyrics :
- way out - leander lyrics
- what's my name - mandala_raps lyrics
- somebody else - light of destiny lyrics
- зеркала (mirrors) - onikid lyrics
- pov you’re home late - pleasantries lyrics
- you don't have to wait on me - problem lyrics
- rock-p skit - xvi religion lyrics
- οι παράδοξοι (oi paradoksoi) - obnoxious kas lyrics
- rockstar (ft. kota the friend) - abhi the nomad lyrics
- qui le sait ? - leith lyrics