lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

jare ja pakhi - evan sheikh lyrics

Loading...

মনের আকাশটায় আছে পাখি
ভালবেসে তারে যতনে রাখি
hmm hmm ra ra ra ra

মনের আকাশটায় আছে পাখি
ভালবেসে তারে যতনে রাখি
তবু সে আমাকে বুঝলোনা হায়
চলে যেতে চায় সে কাঁদিয়ে আমায়
যা রে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
যা রে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
কত যে যতন আর কত যে আদর
পাশে থেকে করেছি দিন রাতভর
কত যে যতন আর কত যে আদর
পাশে থেকে করেছি দিন রাতভর
তবু সে আমাকে বুঝল না হায়
চলে যেতে চায় সে কাঁদিয়ে আমায়
যা রে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
যা রে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
মিনতি করি তাকে যাবি না ছেড়ে
আকাশটা খালি রবে তোকে না পেলে
মিনতি করি তাকে যাবি না ছেড়ে
আকাশটা খালি রবে তোকে না পেলে
তবু সে আমাকে বুঝল না হায়
চলে যেতে চায় সে কাঁদিয়ে আমায়
যা রে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
যারে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
মনের আকাশটায় আছে পাখি
ভালবেসে তারে যতনে রাখি
তবু সে আমাকে বুঝল না হায়
চলে যেতে চায় সে কাঁদিয়ে আমায়
যারে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
যারে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!

Random Song Lyrics :

Popular

Loading...