na bola kotha - eleyas hossain feat. aurin lyrics
ধুম, তা-না-তেরে-না
ধুম তা-না, তা-না
ধুম, তা-না-তেরে-না
ধুম তা-না, আহ
ধুম, তা-না-তেরে-না
ধুম তা-না, তা-না
ধুম, তা-না-তেরে-না
ধুম তা-না, আহ
শোনো, বলি তোমায়
না বলা একথাগুলো আজ বলে দিতে চাই
বলো, কি বলতে চাও?
সারাটি জীবন ধরে শুনে যেতে চাই
ভালোবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালোবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়?
আকাশের ঐ নীল ঠিকানায়
মেঘেরা সদা ডানা ছড়ায়
ওদেরই সেই ভালোবাসা
এ মনে আজ পেয়েছে ঠাঁই
জড়াবো আদরে
তোমাকে অনুভবে
আকাশের চেয়ে বেশী
তোমাকেই ভালোবাসি
ভালোবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালোবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়?
ধুম, তা-না-তেরে-না
ধুম তা-না, তা-না
ধুম, তা-না-তেরে-না
ধুম তা-না, আহ
ধুম, তা-না-তেরে-না
ধুম তা-না, তা-না
ধুম, তা-না-তেরে-না
ধুম তা-না, আহ
সাত সাগর আর তেরো নদী
পার হয়ে তুমি আসতে যদি
রূপকথার রাজকুমার হয়ে
আমায় তুমি ভালোবাসতে যদি
ভালোবাসি তোমায়
পুরোনো অনুভবে
এ মনেরই জগতে
রাজকুমারী তুমি
ভালোবাসি, আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালোবাসি, আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়?
শোনো, বলি তোমায়
না বলা কথাগুলো আজ বলে দিতে চাই (আগে এসে তুমি আমাকে ভালোবেসেছিলে)
বলো, কি বলতে চাও? (সবসময় আমিই ছিলাম পিছিয়ে)
সারাটি জীবন ধরে শুনে যেতে চাই (ক্যান্সারের দোহাই দিয়ে আজও তুমি আমাকে পেছনে ফেলে এগিয়ে যেতে চাও, এবার না হয় আমিই আগে যাই)
ভালোবাসি আমি যে তোমায় (সবসময় তুমিই অপেক্ষা করেছো, এবার না হয় আমিই অপেক্ষা করবো তোমার জন্য; ওপারে)
এই কথাটাই ছিল শুধু বলার
ভালোবাসি, আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়?
Random Song Lyrics :
- low - illbert lyrics
- non-fiction - intro - ne-yo lyrics
- freestyle hit's time - ragus et jean mi - def lyrics
- exterminador do futuro - lord prince & devilgreen lyrics
- despídete - dulce maría lyrics
- lonesome kicker - adam sandler lyrics
- mistrzowski logotyp - rogal ddl lyrics
- vårres jul 2 - hans rotmo lyrics
- poison ivy (remix) - young and restless lyrics
- enamorao de una clienta - yung beef lyrics