opekkha - ef lyrics
Loading...
তোমার অপেক্ষায় আমি আজো দাঁড়িয়ে…
সব হারিয়ে অন্তিম স্রোতের অতলে।
সীমান্তের শেষ দ্বারে লুকানো স্মৃতি গুলো
নির্বাক হয়ে একাই পথ চলে।
কতটা প্রহর হয়েছে পার
কতটা স্মৃতি জড়িয়ে
কতটা রাত করছি পার
একাকীত্ব সঙ্গী করে
তোমার অপেক্ষায় আমি আজো দাঁড়িয়ে…
হঠাৎ থমকে দাঁড়ালো পথ চলা।
অচিরেই সব হয়েছে নিঃশেষ
কল্পনাকে জড়িয়ে ধরে
তবে কি হবে আমার শেষ?
আমি খুঁজি তোমার স্মৃতি নীরবে
জানি তুমি ফিরবেনা আর এ বুকে
আমি দাঁড়িয়ে উদ্দেশ্যহীন কোন পথে
যেখানে নেই কোন সীমানার বাঁধন
Random Song Lyrics :
- naagin - vayu, aastha gill, akasa & puri lyrics
- giventake - the grouch lyrics
- use somebody - the sing-off contestants lyrics
- paranoid #2 - pyhimys lyrics
- fake rappers - young scooter lyrics
- the touch (1997 remix) - stan bush lyrics
- sunken eyes - behind the revolver lyrics
- city g.o.d - king louie lyrics
- fool for life [asot 601] - tomas heredia - dash berlin lyrics
- gold cobra - foxing lyrics