nondito norok - ef lyrics
Loading...
বিরোধহীন পরাজয়
ভাঙ্গে না কোন ভয়
হঠাৎ যেন শান্তির আভা
কথিত গোলকে…(স্বর্গ)
অবচেতন এ মন
লুকিয়ে থাকে সারাক্ষণ
আঁধার যেন আপন হয়ে
তার মাঝে থাকে বিভোর…
সূর্য যেন ওঠে না
এই নন্দিত নরকে
এত ভিড়…
তবুও আমি অগভীর।
আমি কি তবে সত্যি ভুল
মিথ্যে সে জগত
ভালো মুখোশের আড়ালে
কুৎসিত সেই অনল…
আমি থাকতে চাই তোমাদেরই মাঝে
তোমাদের অন্তরালে
আমি জানতে চাই তোমাদের যথার্থ জীবনটাকে…
আমি গড়তে চাই তোমাদের সাথে
আমার বিবর্ণ ভূমিটাকে…
আমি জানতে চাই তোমাদের এই মৃত জীবনটাকে…
Random Song Lyrics :
- never left me - lana d. lyrics
- reposition me - shaker lyrics
- gökyüzünde (prod. snorkatje) - scatty shake lyrics
- zlatan - fews lyrics
- dawg what? - backseat drivers feat. wiser observer & tony tig lyrics
- i like u… but i don't like u - lil nas x lyrics
- new beginning - generation simulation lyrics
- bounty hunter lobo - whose lyrics
- talk - daniel mauro lyrics
- самый самый (the best) - matxx, candy flip boy & kipish v ghetto lyrics