se je pashe ese bosechhilo - dwijen mukhopadhyay lyrics
Loading...
সে যে পাশে এসে বসেছিল তবু জাগি নি।
কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী।
স্বপনমাঝে বাজিয়ে গেল গভীর রাগিণী।
জেগে দেখি দখিন-হাওয়া পাগল করিয়া
গন্ধ তাহার ভেসে বেড়ায় আঁধার ভরিয়া।
কেন আমার রজনী যায়–
কেন গো তার মালার পরশ
বুকে লাগে নি।
Random Song Lyrics :
- nie o miłości - pola miko lyrics
- цветы (flowers) - сергей бабкин (sergey babkin) lyrics
- hasrat - aleemrk lyrics
- ubans - erekle deisadze lyrics
- ισορροπία (isorropia) - βητα πεισ | vita peis (grc) lyrics
- pamiętaj - reyu lyrics
- die 4 u - archie (psa) lyrics
- it’s my business - tendon levey lyrics
- espeso - cristian brawler lyrics
- memories and the limit - envy (jpn) lyrics