amar ei pathchaoyatei ananda - dwijen mukherjee lyrics
Loading...
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত ॥
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশি রই আপন মনে– বাতাস বহে সুমন্দ ॥
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,
ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ ॥
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত ।
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
Random Song Lyrics :
- liar liar (remix) - mostack lyrics
- me! - walk off the earth lyrics
- madonna rocket - show me the body lyrics
- sorry mama - mostack lyrics
- dream a little dream of me - mxmtoon lyrics
- happy, rich & white - angel mane lyrics
- around you - temporex lyrics
- loud house theme - the loud house lyrics
- too dark - mxmtoon lyrics
- v lichku - увула lyrics