boriso dhara majhe santir - dipali datta lyrics
Loading...
বরিষ ধরা-মাঝে শান্তির বারি । শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধমুখে নরনারী ।। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোকপরিতাপ ।
জয় জয় হোক তোমারি ।।
হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক,
বিঘ্ন দাও অপসারি ।। কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান-অভিমান । বিতর’ বিতর’ প্রেম পাষাণহৃদয়ে, জয় জয় হোক তোমারি ।।
Random Song Lyrics :
- giftasvisan - ulrika bodén lyrics
- niko ne mora da zna - djexon lyrics
- mula - naar lyrics
- tú no tienes filtro - pavo peña lyrics
- 07. mais de cristo - sammy o salmista lyrics
- je t'embrasserai - grand corps malade lyrics
- tire en l'air - fixpen sill lyrics
- summer slumber - brian fresco lyrics
- columns - lil ugly mane lyrics
- silence you - hayley orrantia lyrics