
besto sohor - diminished bangla lyrics
Loading...
চারিদিকে তাকিয়ে দেখি
আরো আর অস্থিরতা বেশি
চলার পথ আরো কত বাকি।
ভাবছি এবার করব কিছু
ছুটছি তাই উন্নয়নের পিছু, অবস্থান আর থাকবে না নিচু।
ব্যস্ত শহর
ব্যস্ত শহর
ব্যস্ত শহর।
চারিদিকে তাকিয়ে দেখি
আরো আর অস্থিরতা বেশি
চলার পথ আরো কত বাকি।
ভাবছি এবার করব কিছু
ছুটছি তাই উন্নয়নের পিছু, অবস্থান আর থাকবে না নিচু।
ব্যস্ত শহর
ব্যস্ত শহর
ব্যস্ত শহর।
ব্যস্ত শহরের দুর্ধর্ষ পরিস্থিতি
বের করতে হবে দুর্গতি।
এই মুহূর্তে শিকড়ের দাঁড়িয়ে ভাবছি
হবে এবার উন্নতি।
ব্যস্ত শহর
ব্যস্ত শহর
ব্যস্ত শহর
ব্যস্ত শহর
ব্যস্ত শহর
ব্যস্ত শহর
ব্যস্ত শহর।
Random Song Lyrics :
- papiros - aydın sanı lyrics
- never be the same (acoustic) - blame jones lyrics
- {$ober/naidyl} - primo$ux lyrics
- motorola - slkt4 lyrics
- feel again - culture code lyrics
- see you on the other side - softheart lyrics
- hope (remix) - b.the great lyrics
- ride out - bob seger lyrics
- make it - pvrx lyrics
- alchemy - blixxack lyrics