amar bhitor bahire - debadrito chattopadhyay lyrics
Loading...
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে – 2
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম – 2
তেমনি তোমার নিবিড় চলা – 2
মরমের মূল পথ ধরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে – 2
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ – 2
তেমনি তোমার গভীর চলা – 2
অন্তরের নীল বন্দরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে – 2
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ – 2
দিও তোমার মালা খানি – 2
বাউল এর এই মন টা রে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে – 2
Random Song Lyrics :
- моя незаписанная 3 - votchezanick? lyrics
- almightyp - restart (remix) - almightyp lyrics
- vanity - jay church lyrics
- sunday stripper - cock sparrer lyrics
- monster (chinese ver.) - henry lau lyrics
- roommates meet - masta ace lyrics
- in your mother's womb - john lyzenga lyrics
- yahweh - stryper lyrics
- let it go (remix) - no small children lyrics
- elegy of love - angela brown lyrics