ganer surer asonkhani - debabrata biswas lyrics
Loading...
গানের সুরের আসনখানি পাতি পথের ধারে। ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে ॥
ঐ যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকাডাকি,
অরুণ-আলোর খেয়ায় যখন এস ঘাটের পারে, মোর প্রভাতীর গানখানিতে দাঁড়াও আমার দ্বারে ॥
আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ঐ গগনের নীল নয়নের কোণে।
আজকে এলে নতুন বেশে তালের বনে মাঠের শেষে, অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে। দাঁড়িয়ো আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে ॥
Random Song Lyrics :
- thesis - ato-mik lyrics
- grateful - stevie rizo lyrics
- platinum - lil cargon lyrics
- krvavá práce - debustrol lyrics
- books - paul weller lyrics
- in the best case scenario we'd die at the same time - my name is ian lyrics
- indios sin prisión - contraluz lyrics
- be me - 360zay lyrics
- lacuna/sunrise - motorpsycho lyrics
- deathexplosion - the crown (band) lyrics