dinguli mor sonar khanchai - debabrata biswas lyrics
Loading...
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা-
– উড়ে গেল, সকল কথা কইল না-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
স্বপন দেখি, যেন তারা কার আশে ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
এত বেদন হয় কি ফাঁকি।
ওরা কি সব ছায়ার পাখি।
আকাশ-পারে কিছুই কি গো বইল না-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
Random Song Lyrics :
- collarets de llum - rauxa lyrics
- cup full of flames (outtake) - $uicideboy$ x black smurf lyrics
- merda e depressione - effe elle lyrics
- if you’re gonna be depressed, you might as well enjoy it - educated consumers lyrics
- stripper bop - laudie lyrics
- honesty is overrated - angy lyrics
- blade talk - muks wolf & carbxn lyrics
- santiago - los tetas lyrics
- crushing venus - jak tripper lyrics
- сладкий голос (pretty voice) - mansay lyrics