lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

dinguli mor sonar khanchai - debabrata biswas lyrics

Loading...

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না-

– সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা-
– উড়ে গেল, সকল কথা কইল না-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
স্বপন দেখি, যেন তারা কার আশে ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
এত বেদন হয় কি ফাঁকি।
ওরা কি সব ছায়ার পাখি।
আকাশ-পারে কিছুই কি গো বইল না-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥

Random Song Lyrics :

Popular

Loading...