dariye acho tumi amar - debabrata biswas lyrics
Loading...
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ, আমি
পাই নে তোমারে।
বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী,
এসো এসো পার হয়ে মোর
হৃদয়-মাঝারে।
তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি,
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে।
Random Song Lyrics :
- gesi bağları - elif taşdöğen lyrics
- martyrs - jetlagg lyrics
- let me come home - anmol malik lyrics
- интро (intro) - redo lyrics
- money problems - wazii lyrics
- untitled - drake lyrics
- cold as ice - efficient lyrics
- han elwadd - mohammed abdel wahab lyrics
- sultan’s curse - mastodon lyrics
- sightseeing - allison crutchfield lyrics