i've found you - dan phillipson lyrics
ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
সে যে সপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজন এমন ধারা
কোথায় এমন খেলে তৈরি, এমন কালো মেঘে
ও তার পাখির দাকে ঘুমিয়ে পরি পাখির ডাকে জেগে
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
এতো স্নিগ্ধ নদী তাহার, কোথায় এমন ধুর্ম পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তোলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায়, বাতাস তাহার দেশে
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
পুষ্পে পুষ্পে ভরা শাখি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়ে আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
ভাইয়ের মায়ের এতো স্নেহ, কোথায় গেলে পাবে কেহ
ও মা তমার চরন দুটি, বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি
আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি
Random Song Lyrics :
- chapter viii - sufferer lyrics
- live forever - boise boi lyrics
- my money, my wrong - chriis fontana lyrics
- ever since - funky dl lyrics
- all me - ki2dawi lyrics
- тише тише (hush hush) - элджей (eldzhey) lyrics
- immigang - moment joon lyrics
- vi är lallare - odz (originaldunderzubbis) lyrics
- day by day - talanku lyrics
- бессмысленный сон (senseless dream) - skilz (russian) lyrics