lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

protibad - cryptic fate lyrics

Loading...

[verse 1]
চোখের যতো জল, মনের ব্যথা ভয়
তুমি দাও আজ করে উজাড়
আমি নেবো আপন করে
যেন এসবই ছিল আমার

[chorus]
যতদিন আছি আমি খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছাকাছি
ঠিকানা দূরে সরে যায়, হায়!

[verse 2]
জীবনের মানে লুকিয়ে মরণে
সত্য লুকিয়ে মিথ্যায়
এসবের আড়ালে আছো যে তুমি
আমি খুঁজি সেই তোমায়

[chorus]
যতদিন আছি আমি খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছাকাছি
ঠিকানা দূরে সরে যায়

[verse 1]
চোখের যতো জল, মনের ব্যথা ভয়
তুমি দাও আজ করে উজাড়
আমি নেবো আপন করে
যেন এসবই ছিল আমার

[chorus]
যতদিন আছি আমি খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছকাছি
ঠিকানা দূরে সরে যায়, হায়!

Random Song Lyrics :

Popular

Loading...