lobher agun - cryptic fate lyrics
অনেক হারিয়েছি আমার জীবনে
তবু আছি কোনোমতে টিকে
পৃথিবী চুরি করেছে আমার সব পুণ্য
বোধ জ্ঞান আর নেই হয়ে গেছে শূন্য
চারিদিকে একের পর এক হিংসার দেয়াল
ভেঙ্গে দেয়ার শক্তি আমার নেই
অন্ধবিশ্বাস এক ফাঁসির জোট আমার গলায়
সময় নেই আর ফিরে তাকাবার
লোভেরই আগুন পুড়িয়েছে আমায়
অন্যায়ের বাঁধনে ঘেরা আমি অসহায়
লোভেরই আগুন আজ এনেছে কোথায়!
অন্ধকার ভবিষ্যৎ দেখি জীবনের আয়নায়
আজ আমি একা অতৃপ্ত অসহায়
সব বাসনা আঘাত করে বারেবার
অন্ধকারের ভ্রান্ত কামনা
কেড়েছে আমার সব অধিকার
চারিদিকে একের পর এক হিংসার দেয়াল
ভেঙ্গে দেয়ার শক্তি আমার নেই
অন্ধবিশ্বাস এক ফাঁসির জোট আমার গলায়
সময় নেই আর ফিরে তাকাবার
লোভেরই আগুন পুড়িয়েছে আমায়
অন্যায়ের বাঁধনে ঘেরা আমি অসহায়
লোভেরই আগুন আজ এনেছে কোথায়!
অন্ধকার ভবিষ্যৎ দেখি জীবনের আয়নায়
লোভেরই আগুন পুড়িয়েছে আমায়
অন্যায়ের বাঁধনে ঘেরা আমি অসহায়
লোভেরই আগুন আজ এনেছে কোথায়!
অন্ধকার ভবিষ্যৎ দেখি জীবনের আয়নায়
Random Song Lyrics :
- konka - kay10 lyrics
- become the wolf - dead cassette lyrics
- autor - mossi lyrics
- factoryw - ghanu lyrics
- like that - lil fran lyrics
- breathe again - 51st avenue lyrics
- in christ, all things - ami andersen lyrics
- wtf boy - vladquartz lyrics
- with words - ami andersen lyrics
- highway friend - nate bergman lyrics