lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

dako amar naam - cryptic fate lyrics

Loading...

[verse 1]
আর কত চিত্র দেখবো
আমি অর্ধনগ্ন দুনিয়ায়?
আর কত মিথ্যা বেচবো আমি
এই শর্তসাপেক্ষ ভালোবাসায়?
কেন তুমি ছাড়বে না?
কেন তুমি মানো না?

ভাসমান সত্যে ভেসে ভেসে গড়ে তোলো
তোমারই মিথ্যা ইতিহাস
ঈর্ষান্বিত চোখে তুমি চেয়ে দেখ
বাকি সব শত প্রয়াস
হিংসারই খেলা খেলে তুমি ঠেলে দাও
সবকিছু ধ্বংসের পথে
তারপর নির্লজ্জ পশুর মতো
আসো কেন ক্ষমা চেতে?
[pre*chorus]
হয়ে যাবে কাজ তুমি ভেবো না
প্রতিদানে কী পাবে জানো না
ভেবে দেখ কথা দিবে নাকি
আমারই সুখ, তোমারই দুঃখে

[chorus]
ডাকো তুমি আমারই নাম
জপো তুমি অবিরাম
ভেবে দেখ কীভাবে
কীভাবে ডাকবে আমায়

[verse 2]
পাষাণের মন রবে চিরন্তন, অনুভূতিহীন, বিলীন
আশংকা হয় এ পরিচয় একদমই প্রবীণ
এই অশালীন রাজ্যের মাঝে
তুমি আসবে কেন, কী বা করতে চাও?
এই সুখের জায়গা ছেড়ে
কেন তুমি মিছেমিছি পুড়তে চাও?
পুড়তে চাও

[chorus]
ডাকো তুমি আমারই নাম
জপো তুমি অবিরাম
ভেবে দেখ কীভাবে…
কীভাবে ডাকবে আমায়
[bridge]
আশ্রয়ের স্বপ্ন দেখ রক্ত হাতে
নিস্প্রাপ্তি পেতে আসো অন্য পথে

[guitar solo]

[pre*chorus]
হয়ে যাবে কাজ তুমি ভেবো না
প্রতিদানে কী পাবে জানো না
ভেবে দেখ কথা দিবে নাকি
আমারই সুখ, তোমারই দুঃখে

[chorus]
ডাকো তুমি আমারই নাম
জপো তুমি অবিরাম
ভেবে দেখ কীভাবে…
কীভাবে ডাকবে আমায়

Random Song Lyrics :

Popular

Loading...