tin chaka - conclusion lyrics
Loading...
মহান আত্মা নেই তার
এভাবে বিবেচিত হয় সে
কেন থাকবে?
যখন আমরাই সব স্বীকার করে যাই।
তিন চাকা নিয়ে স্বপ্ন গড়তে চলেছে,
এই তীব্র আলোয় ঘেরা শহরে,
মহানের অশেষ দান কি সবাই পায়?
জীবনকে তিন চাকায় নিয়ে যেতে হয়।
অল্প সুখে সুখী সে
অল্প অর্থে জীবন টানে
অর্থহীন সব,
যখন সুখ থাকে তার প্রাণে
তিন চাকা নিয়ে স্বপ্ন গড়তে চলেছে,
এই তীব্র আলোয় ঘেরা শহরে,
মহানের অশেষ দান কি সবাই পায়?
জীবনকে তিন চাকায় নিয়ে যেতে হয়।
স্বপ্ন তার বহুদূর সূর্য সাগরের মাঝে
এখন তোমারা আমায় বলো
এভাবেই কি কষ্ট করলে
কেষ্ট মিলে?
এভাবেই কি কষ্ট করলে
স্রষ্টা মিলে?
Random Song Lyrics :
- seven - son of saturn lyrics
- kiss kiss bang bang - little jackie lyrics
- thick as a brick - face to face lyrics
- quebrando as algemas - dexter 8° anjo lyrics
- long i ride - robbie fulks lyrics
- försökskanin - olle ljungström lyrics
- strange insistence - gun outfit lyrics
- unendlichkeit - buntspecht lyrics
- in the sun again - nct (dj) lyrics
- gucci umbrella - ye ali lyrics