ghum ghum - coke studio bangla lyrics
[chorus]
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
[instrumental break]
[verse 1]
রাজপথ জনপদে কোলাহল নেই কোনো আর
মন আমার হারালো কোথায়?
কেন এত শিহরণ জানি না লাগে প্রাণে আজ
হাতে হাত রাখে না তো কেউ
[chorus]
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
[instrumental break]
[verse 2]
ডানা নেই তবু আমি স্বপ্নের দেশে যেতে চাই
জীবনের দোদুল দোলায়
ঘুড্ডির মতো আমি বাতাসে মৃদু দুলে যাই
এই বুকে সাগরের ঢেউ
[chorus]
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
Random Song Lyrics :
- lady poverty - john michael & terry talbot lyrics
- adios señorita - abelitro lyrics
- salmos 34 - edmilson campos de almeida lyrics
- night club drama - ars latrans orchestra lyrics
- movie - prince waly lyrics
- the partynextdoor - 2nd album - no vanity lyrics
- nineties bulls - night shift lou lyrics
- lucky - mathew v lyrics
- тем временем на земле (meanwhile on earth) - tomoe lyrics
- young inlove - snix lyrics