
bulbuli - coke studio bangla lyrics
[chorus]
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল
আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল
আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল
[instrumental]
{verse 1]
আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন
আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন
আসেনি দখনে হাওয়া, গজল গাওয়া, মৌমাছি বিভোল
আসেনি দখনে হাওয়া, গজল গাওয়া, মৌমাছি বিভোল
[chorus]
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল
[instrumental]
{verse 2]
কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে
কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে
শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপোল
শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপোল
[chorus]
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল
[pre*chorus]
দোল, দোল, দোল দিয়েছি ঘুম ভেঙেছে কই?
ফাগুন এসে ডাক দিয়ে যায়, “ওঠ লো এবার সই”
দোল, দোল, দোল দিয়েছি ঘুম ভেঙেছে কই?
ফাগুন এসে ডাক দিয়ে যায়, “ওঠ লো এবার সই”
ভাঙাবোই ঘুম তোর, আশাতে*নেশাতে না জেগে জেগে রই
দখিনা এলো ওই, অলিরা*পাখিরা তোমারই প্রেমেতে রই
[chorus]
“ওঠ, ওঠ, ওঠ” লো রে সই, ফাগুন এলো ঐ
দখিন হাওয়া ডাক দিয়ে যায়, মনের মানুষ কই?
“ওঠ, ওঠ, ওঠ” লো রে সই, ফাগুন এলো ঐ
দখিন হাওয়া ডাক দিয়ে যায়, মনের মানুষ কই?
Random Song Lyrics :
- almost pulled away - squirrel flower lyrics
- balance - denise rosenthal lyrics
- скилл (skill) - arseny petrov lyrics
- the jimmie hale mission - billionaire (rock) lyrics
- fugue for tinhorns - cedric neal, mark oxtoby, ryan pidgen & frank loesser lyrics
- секреты (secrets) - drilbit lyrics
- benz truck pt. 2 - new feel lyrics
- c.t.c - sevyn bodhi lyrics
- k-city (video version) - ez (dnk) lyrics
- 19 - lil maat lyrics